Home ব্রেকিং জন্মদিনে ভালোবাসায় সিক্ত আসাদুজ্জামান আজম

জন্মদিনে ভালোবাসায় সিক্ত আসাদুজ্জামান আজম

47
0
SHARE

কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন মানুষ আসাদুজ্জামান আজম ।

সকলের সুপ্রিয় কর্মীবান্ধব সাবেক ছাত্রলীগ নেতা,, কলম যাদুকর, মেধাবী,সরলতার প্রতীক কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য আসাদুজ্জামান আজমের শুভ-জন্মদিনে তাহার সুস্বাস্থ্য, দীর্ঘায়ুও সফলতা কামনা করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৬২ নং ওয়ার্ডের তৌহিদ আখন্দ, মাসুম আহমেদ,সাংবাদিক আশিক সহ অনেক শুভাকাঙ্ক্ষীগণ ।

image_pdfimage_print