
দেশবাসীকে মিজানুর রহমানের বাংলা নববর্ষের শুভেচ্ছা
দুয়ারে কড়া নাড়ছে বাংলা ও বাঙালি সংস্কৃতির অপরিহার্য অংশ পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ। পুরোনো বছরের সব জরাজীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করবে জাতি।
আর এ বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
শুভেচ্ছা বার্তায় মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর-১৪৩০ বঙ্গাব্দ। চাঁদপুরবাসীসহ দেশবাসী সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।