
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর উদ্যোগে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়৷
সোমবার (৩মে) মতিঝিল ব্রাদার ক্লাব মাঠে প্রায় ৫”শত গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও খাবার বিতরণ করা হয়।
শাড়ি লুঙ্গি ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামিম আল সাইফুল সোহাগ , কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. . মুক্তার হোসেন চৌধুরী কামাল সহ কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সভাপতি নাজমুল হোসেন টুটুল, সহ সভাপতি সৈয়দ আহমেদ, সহ সভাপতি মুরসালিন আহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, মুক্তিযুদ্ধ সম্পাদক গোফরান গাজী, কৃষি ও সমবায় সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী টোটন, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, উপ শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, সহ সম্পাদক হারুনুর রশিদ, সদস্য এমআর মিঠু সহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷