
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
তিনি আরও বলেন আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় এডভোকেট নুুরুল আমিন রুহুল জানান, মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতাত্তোর দেশে এইচ টি ইমামের অসামান্য অবদান জাতি আজীবন কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তা হিসেবেও তিনি অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এইচ টি ইমামের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি হলো।
উল্লেখ্য, এইচ টি ইমাম বৃহস্পতিবার প্রথম প্রহরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।