Home ব্রেকিং বঙ্গবন্ধু শান্তি ও সমৃদ্ধি চেয়েছেন; জুলিও কুরি শান্তি পদক তারই প্রমাণ

বঙ্গবন্ধু শান্তি ও সমৃদ্ধি চেয়েছেন; জুলিও কুরি শান্তি পদক তারই প্রমাণ

118
0
SHARE

পরিক্রমা ডেস্ক : কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলার অবিসংবাদিত নেতা। যার জন্ম না হলে আমরা স্বাধীন একটি দেশে বাস করতে পারতাম না। বঙ্গবন্ধু শান্তি চেয়েছেন, তিনি এদেশের মানুষের শান্তি রচনা করে গেছেন। জুলিও কুরি শান্তি পদক তারই প্রমাণ।

তিনি আরও বলেন, যারা দেশের মানুষের শান্তি চায় না, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার বাবার পথে দেশের মানুষের শান্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছেন ঠিক তখনই সেই চক্রান্তকারীরা দেশের শান্তি বিনষ্ট করতে দেশ-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছ। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

রবিবার বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় এসব কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print