Home ব্রেকিং মরহুম আশেক আলী চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মরহুম আশেক আলী চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

61
0
SHARE

 

নিজস্ব প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলা বৃহত্তর টামটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আশেক আলী স্মৃতি সংসদ কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর শুক্রবার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আশেক আলী সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের মোট ০৮টি দল অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় লাল দল একাদশ ৩-১ গোলের ব্যবধানে সবুজ দল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোঃ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব কামরুজ্জামান মিন্টু, পেরুয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন তালুকদার,শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জনাব মুকবুল চৌধুরী।

এছাড়া ও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ নেতা জনাব জসিম, আওয়ামী লীগ নেতা গাজী আহসান, আওয়ামী লীগ নেতা জনাব আলঙ্গীর কবির পলাশ, সবেক ছাত্র নেতা জনাব হোসেন মীর, নেছার পাটওয়ারী, জেল ছাত্রলীগ নেতা, স্কেন্দার মিয়া সুমন, শরীফ, বাবলা, ওমর ফারুক সুমন, সুমন মিয়াজী, সুজন,রাসেল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, টামটা উঃ ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব দিদার হোসেন পাটওয়ারী।

উল্লেখ্য ৩০ ডিসেম্বর রোজ শুক্রবার সকালে শাহরাস্তি উপজেলা সূচিপাড়া উত্তর ইউনিয়ন দৈকামতা বায়তুল ফালাহ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

image_pdfimage_print