Home ব্রেকিং যুবলীগ সাধারণ সম্পাদক ও খান পরিবারের পক্ষ পবিত্র রমজান মাসের উপহার সামগ্রী...

যুবলীগ সাধারণ সম্পাদক ও খান পরিবারের পক্ষ পবিত্র রমজান মাসের উপহার সামগ্রী বিতরণ করেন মোঃ শামিম বেপারী

76
0
SHARE

আশিক সরকার ঃ যুবলীগ সাধারণ সম্পাদক ও খান পরিবারের পক্ষ
পবিত্র রমজান মাসের উপহার সামগ্রী বিতরণ করেন
মোঃ শামিম বেপারীআশিক সরকার→বাংলাদেশ আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ও মতলব উত্তরের প্রখ্যাত খান পরিবারের পক্ষ থেকে এবং মোঃ শামিম বেপারী,বিশিষ্ট ব্যবসায়ীক ও সমাজ সেবক দিকনির্দেশনায় করোনা দূর্যোগে করোনা সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলার মতলব উওর উপজেলার এখলাছ পুর ইউনিয়নে বোরচর গ্রাম ও জহিরাবদ ইউনিয়নে চরউম্মেদ ১৮ই মে সোমবার ৩০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৮ই রোজ সোমবার সকাল ১১ টায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাছ পুর ইউনিয়নে বোরচর গ্রাম, জহিরাবদ ইউনিয়নে চরউম্মেদ গ্রাম , বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম করা হয়।

আরো উল্লেখ্য, বিতরণ কার্যক্রমে আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, মোতাহের হেসেন খান সুফল ও খান পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেনকেন্দ্রীয় যুবলীগ নেতা গোলাম রাব্বানী পাপ্পু , ইন্জি. কামরুজ্জামান , আব্দুল হাকিম তানভীর, জহিরাবাদ ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ শামিম বেপারী,বিশ্ববিদ্যালয় পরিক্রম সম্পাদক হারুন আর রশীদ ,এখলাছপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো আমজাদ সরকার, জাকির মলিক , শুকুর বেপারি , নোর হোসেন, জাকির সরদার, মো মাসুদ আলম (বিপ্লব)সাবেক সংগঠীনক সম্পাদক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জানা যায়, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও মতলব উত্তরের ঐতিহ্যবাহী খান পরিবারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষভাবে উল্লেখ্য, ইতিমধ্যে বাগানবাড়ী ইউনিয়নে ৩০০ পরিবার ও মতলব দক্ষিন পৌরসভায় ৫৫০ পরিবার, ছেংগারচর পৌরসভায় ৫৫০ পরিবার, দূর্গাপুর ইউনিয়নের ৫১ টি জামে জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, ফরাযীকান্দি ইউনিয়নে ৭০০ পরিবার, ষাটনল ইউনিয়নে ৩০০ পরিবার, জহিরাবাদ ইউনিয়নে ৩০০ পরিবার, ফরাযীকান্দি ইউনিয়নের হাজীপুর গ্রামে ২০০ পরিবার, গজরা ইউনিয়নে ৩০০ পরিবার সুলতানাবাদ ইউনিয়নে ৫০০ পরিবার এবং মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সকল স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি, পুলিশ সদস্য, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধি, সাংবাদিকসহ চাঁদপুর জেলার ডিসি অফিস, পুলিশ সুপারের অফিস, ট্রাফিক পুলিশ অর্থাৎ করোনাযুদ্ধে অগ্রসৈনিকদের আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ও ওনার বড় ছেলে ঢাকা মহানগর ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মাসরুর হোসেন খান নাবিলের পক্ষ থেকে পিপিই, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ ও করোনায় মারা যাওয়া ব্যক্তিদের জানাজা দেওয়ার জন্য মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার দুটো দলকে সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।

image_pdfimage_print