
নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার সব কটি আসনের নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। জেলার ৩টি আসনেই বেসরকারি ভাবে প্রাপ্ত আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করেছে।
এর মধ্যে- শরীয়তপুর- ১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু (নৌকা) পেয়েছেন ২ লাখ ৭২ হাজার ৯ শত ৩৪ ভোট। তার নিকটতম ইসলামী আন্দোলনের প্রার্থী তোফাজ্জল হোসেন (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ২৭ ভোট। বিএনপির প্রার্থী সরদার নাসির উদ্দিন কালু ( ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৫৪ ভোট। ভোটের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন অপু (নৌকা) পেয়েছেন ৯২.৩০ শতাংশ ভোট।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম (নৌকা) পেয়েছেন ২ লাখ ৭৩ হাজার ১৯২ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরন ( ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ১৯৬ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী শওকত আলী (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট। ভোটের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী একেএম এনামুল হক শামীম (নৌকা) পেয়েছেন ৮৭.৮৩ শতাংশ ভোট।
অন্যদিকে, শরীয়তপুর-৩ ( ডামুড্যা, ভেদরগঞ্জ, গোসাইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, দুই বারের সাংসদ নাহিম রাজ্জাক (নৌকা) পেয়েছেন ২ লাখ ৭ শত ৩৪ ভোট। তার নিকটতম ইসলামী আন্দোলনের প্রার্থী হানিফ মিয়া (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৯০০ ভোট। বিএনপির প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু ( ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট। ভোটের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নাহিম রাজ্জাক (নৌকা) পেয়েছেন ৮১.২১ শতাংশ ভোট।
এর আগে রবিবার সারাদেশের ন্যায় শরীয়তপুরের ৩ টি আসনেই সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।