
‘দেশের সব শিক্ষার্থীর কাছে বিনামূল্যে বই পৌঁছে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বড় সাফল্য।’ এমন অভিমত ব্যক্ত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
রোববার (১ জানুয়ারি) দুপুরে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, বৈশ্বিক আর্থিক সংকটে অনেক দেশ বই ছাপাতে পারছে না। সেখানে দেশের সব শিক্ষার্থীর কাছে বিনামূল্যে বই পৌঁছে দেয়া সরকারের বড় সাফল্য। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারণেই এটা সম্ভব হয়েছে।
এ সময় তিনি বিনামূল্যে বই বিতরণকে দেশের শিক্ষা ক্ষেত্রে ‘মাইলফলক’ বলে উল্লেখ করেন।
সাজেদুল হোসেন চৌধুরী দিপু আরো বলেন, ছাত্রছাত্রীদের জন্য আজ খুশির দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ খুশির উপলক্ষ তৈরি করে দিয়েছেন। একযোগে সব জায়গায় সব শিক্ষার্থীর কাছে বছরের প্রথম দিনই বই পৌঁছে যাচ্ছে। বছরের প্রথম দিন হাতে নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় আরো উৎসাহিত হচ্ছে।
শিক্ষার্থীদের লেখাপড়ায় স্মার্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু পোশাকে নয়, চিন্তা-চেতনায় স্মার্ট হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল।
এ সময় তিনি শিক্ষার্থীদের শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার বলে উল্লেখ করেন।
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মন্টু কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লায়ন ইকবাল হোসেন জুয়েল চৌধুরী, মোহনপুর ইউপির পাঁচবারের চেয়ারম্যান মরহুম শামসুল হক চৌধুরী বাবুলের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মো. মুহিবুল হক চৌধুরী সুমিত, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. কাউছার আহমেদ, রফিকুল ইসলাম মৃধা, সাবেক সদস্য নুরুজ্জামান, সাবেক সদস্য বদিউল আলম তপাদার প্রমুখ।
পরে উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
এদিকে উৎসবমুখর পরিবেশে মতলব উত্তর উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে রোববার নতুন বই তুলে দেয়া হয়। শিক্ষার্থীরাও বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে।