Home ব্রেকিং স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ শুরু

স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ শুরু

48
0
SHARE

সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ-২০২২’ শিরোনামে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত ১২৯ টি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি কার্যক্রম শুরু করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। একই সঙ্গে রাজধানীর আশে পাশের জেলার ১০৬টি উপজেলা, থানা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়েও সংগঠনের এমন কর্মসূচি চলবে।

বৃহস্প্রতিবার (১৩ অক্টোবর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ২০নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিব-নির্দেশনা দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭৫ টি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও মহানগরের নেতাদের মাধ্যমে স্ব-স্ব ওয়ার্ডে একযোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিক সাঈদ। এসময় ঢাকা মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

image_pdfimage_print