
১৫ আগস্ট নিহতদের স্মরণে ঢাকা ৫-এ দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া, মিলাদ এবং অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা-৫ আসনের কদমতলী থানার ৬০ নম্বর ওয়ার্ডের রুপসী বাংলা হসপিটালের উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় কামরুল হাসান রিপন বলেন, ‘২০০৫ সালে দেশের ৬৩টি জেলার একযোগে বোমা হামলার ঘটনায় তৎকালীন বিএনপি সরকারকে দায়ী। সরকারের প্রশ্রয় ছাড়া এতো বড় জঙ্গি হামলা কখনো সম্ভব নয়। বিএনপির সরকারের আমলে দেশে জঙ্গিরা আস্তানা গেড়েছিলো। ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলা এবং ২০০৫ সালে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় হত্যা সন্ত্রাসের মাস্টারমাইন্ড বিএনপি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কদমতলী থানা ছাত্রলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য শেখ মনিরুল আলম, কদমতলী থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী সোহেল উপস্থিত ছিলেন।
রুপসী বাংলা হসপিটালের চেয়ারম্যান প্রকৌশলী একেএম মাহাবুব হোসেন ভুইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী পরিচালক নাছির উদ্দীন। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।