ব্রাজিলের এক টেলিভিশন অনুষ্ঠানে ছেলের মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দেন নেইমার সিনিয়র। লিওনেল মেসির ছায়া থেকে সরতে নেইমার বার্সেলোনা ছেড়েছিলেন তাও মানতে রাজি নন তিনি।
“মেসির ছায়া থেকে বেরিয়ে আসার ব্যাপার ছিল না। এটা ছিল খুব জটিল একটা অবস্থা। একটা লিগকে জনপ্রিয় করতে আমাদের কাছে সাহায্য চাওয়া হয়েছিল।… এটা শুধু নেইমারের উচ্চাকাঙ্ক্ষা থেকে অনেক বড় বিষয়।”
নেইমারের বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্য নিয়েও কথা বলেন তার বাবা।
“বিশ্বসেরা হওয়াকে কখনোই আমি আমার ছেলের লক্ষ্য মনে করিনি।”
“আমি মনে করি, সেও এমন লক্ষ্য ঠিক করেনি, কিন্তু বড় ক্লাবের হয়ে সে সেরা লিগগুলোতে খেলতে চায়, আর আমি নিশ্চিত যে তার উচ্চাকাঙ্ক্ষা আছে।”