Home জাতীয় রূপপুর বিদ্যুৎ প্রকল্পে ৩৬ কোটি টাকা গরমিল

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে ৩৬ কোটি টাকা গরমিল

36
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের ‘বালিশকাণ্ড’ বলে পরিচিত যে অভিযোগ উঠেছিল তার সত্যতা পাওয়া গেছে। গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ওই অভিযোগের সত্যতা পায়।

সোমবার (১৫ জুলাই) এক হাজার পৃষ্ঠার অধিক এক প্রতিবেদন জমা দেয়া হয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রকল্পের ক্রয়কৃত মালামালের প্রকৃত মূল্য অপেক্ষা ৩৬ কোটি ৪০ লাখ টাকা বেশি দেখানো হয়েছে। যা সরকারকে ফিরিয়ে দেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনটি আগামী ২১ জুলাই হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন বেঞ্চ প্রতিবেদনটির শুনানি করবেন।

প্রসঙ্গত, পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়ে অস্বাভাবিক মূল্যে ক্রয় দেখানো হয়। যা উঠে আসে একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে। ওই প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দেয়। তীব্র সমালোচনার মুখে পরে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

image_pdfimage_print