Home আইন/আদালত রোজিনা ইসলামের মুক্তির দাবিতে যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

37
0
SHARE

সচিবলায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ১৯ মে রোজ বুধবার যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের এর উদ্দ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ ওমর ফারুক, সহ-সভাপতি মিজানুর রশিদ রাসেল, সাধারণ সম্পাদক ফয়সাল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল পারভেজ পিন্টু, সদস্য মোঃ মনিরুজ্জামান,
সদস্য শ্যামল ইসলাম রাসেল ও দৈনিক নতুন সময় এর ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক সুজন বর্মন, আইন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নুর নবী চৌধুরী, সহ আইন বিষয়ক সম্পাদক তামজিদুর রহমান ভুইয়া, প্রচার সম্পাদক আশিকুর রহমান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন লিপ্টন, সদস্য মোঃ ফয়সাল আহম্মেদ টুকু ও গোলাম কিবরিয়া প্রমূখ।
এ সময় বক্তারা রোজিনা ইসলামসহ সব সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

image_pdfimage_print