
গত ২৮ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১টি চোরাই মোটরসাইকেলসহ চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের ০১ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ দ্বীন ইসলাম (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তারাবেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে দক্ষিন কেরাণীগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।