Home আইন/আদালত র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর ডেমরা এলাকা হতে ৩১ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ...

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর ডেমরা এলাকা হতে ৩১ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

45
0
SHARE

গত ০৫ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন রামপুরা-ডেমরা লিংকরোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩১,৫০,০০০/- (একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ৩১৫ (তিনশত পনের) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম জোৎ¯œা বেগম (৪৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বিক্রীত নগদ- ৭,২০০/- (সাত হাজার দুইশত) টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

image_pdfimage_print