
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লক্ষীপুর জেলার কমলনগর, রামগতি ও রামগঞ্জ উপজেলায় আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আগামীকাল সোমবার (১৫ জুন) ভোর ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত পুনরায় এই লকডাউন ঘোষণা করা হয়।
আজ রবিবার স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এদিকে রামগঞ্জ উপজেলায় ১৬ জুন থেকে লকডাউন কার্যকর হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, শনিবার নতুন করে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১৬ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। এতে এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলো।
লক ডাউনকৃত আন্ত:উপজেলা, আন্ত:ইউনিয়নের সকল ধরনের যানবাহন ও দোকান, শপিংমল বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স ও ওষুধ পরিবহনসহ জরুরি সেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।