Home ব্রেকিং লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

42
0
SHARE

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সদর উপজেলার মান্দারি এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয় জনসহ মোট সাত জন নিহত হয়েছে।

আজ বুধবার ভোর ৫টার দিকে সদরের মান্দারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাদিম নামে এক পরিবারের সদস্যকে দেখতে তারা হাসপাতালে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনায় সবার মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। এরা সবাই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ভোর ৫টার দিকে উপজেলার মান্দারি এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ৬ জনসহ ৭ জন ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

image_pdfimage_print