
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : শরীয়তপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২শ ৭৩জন।
আক্রান্তরা হলো শরীয়তপুর পৌরসভার ৫ জন, ডোমসার ইউনিয়নের ১ জন, জাজিরা বড় কান্দী ইউনিয়নের ২ জন, মুলনা ইউনিয়নের ২ জন জাজিরা পৌরসভায় ১ জন, সেনেরচর ১ জন, পালের চর ১ জন, ভেদরগঞ্জ নারায়নপুর ইউনিয়নের ২ জন, ভেদরগঞ্জ পৌরসভায় ১ জন, রামভদ্রপুর ইউনিয়নের ১ জন, চরভাগা ইউনিয়নের ১ জন, মহিষার ইউনিয়নের ১ জন, নড়িয়া পৌরসভার ৪ জন, ডিঙ্গামানিক ইউনিয়নের ১ জন এবং ঘড়িষার ইউনিয়নের ১ জনসহ মোট নতুন আক্রান্ত ২৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগী ২৭৩ জন।
এছাড়া গত ১১ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে যিনি শরীয়তপুরের ভেদরগঞ্জের মহিষার ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৫ জনে দাঁড়ালো।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন জাজিরায় ১০ জন, ভেদরগঞ্জে ৬ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১২৫ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে ভর্তি আছেন ৪ জন এবং নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন ৫ জন। এ পর্যন্ত জেলায় সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৪০৪২টি, হাতে ফলাফল এসেছে ৩৬৭১ জনের।
বিষয়গুলো নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও ফোকাল পার্সন ডাঃ মোঃ আবদুর রশিদ।