Home সারা বাংলা শামীম ওসমানের জন্মদিন পালন করলেন যুবলীগ নেতা খান মাসুদ

শামীম ওসমানের জন্মদিন পালন করলেন যুবলীগ নেতা খান মাসুদ

44
0
SHARE

স্টাফ রিপোর্টার: বন্দরে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে কেক কেটে নারায়ণগঞ্জ ৪-আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের ৫৯’ম জন্মদিন পালণ করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজস্ব কার্যালয়ে বর্নিল সাজে আনন্দঘন পরিবেশে প্রিয় নেতার এ জন্মদিন পালন করেন।

কেক কাটা পূর্বে বাদ জুম্মা বন্দর বেবীস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদে জননেতা এ কে এম শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।

কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, যুবলীগ নেতা শেখ মমিন, মোঃ সুমন, রাসেল খান, মোঃ হসেন,রতন সরকার, মাকসুদ,বাবু মোল্লা, আল-আমীন, মোল্লা,জিয়াবুর,মিলন,কামাল,রাজু আহমেদ, রাজিব সিকদার, নুরুজ্জামান, মোখলেস, সাদ্দাম হোসেন প্রমুখ।

image_pdfimage_print