Home ব্রেকিং শার্শায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

শার্শায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

38
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক:  যশোরের শার্শায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০)গুলিবিদ্ধ লাশ উদ্ধার। পুলিশ বলছে, দুই দল ‘মাদক বিক্রেতার’ গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।

বুধবার ভোরে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়ার একটি পেঁপে বাগানে লাশটি পাওয়া যায় বলে শার্শা থানার উপ-পরিদর্শক (এএসআই) আজমল হোসেন জানান।

তিনি বলেন, কুচেমোড়ায় দুই দল মাদক বিক্রেতার গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।

“সেখানে অজ্ঞাত ওই ব্যক্তির গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । সেখানে একটি ওয়ান শুর্টার গান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজা পাওয়া যায় ।”

পরে তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

যশোরের শার্শায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০)গুলিবিদ্ধ লাশ উদ্ধার। পুলিশ বলছে, দুই দল ‘মাদক বিক্রেতার’ গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।

বুধবার ভোরে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়ার একটি পেঁপে বাগানে লাশটি পাওয়া যায় বলে শার্শা থানার উপ-পরিদর্শক (এএসআই) আজমল হোসেন জানান।

তিনি বলেন, কুচেমোড়ায় দুই দল মাদক বিক্রেতার গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।

“সেখানে অজ্ঞাত ওই ব্যক্তির গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । সেখানে একটি ওয়ান শুর্টার গান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজা পাওয়া যায় ।”

পরে তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

image_pdfimage_print