
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে । তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার বিকেল ৫টা ১৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কিউআর-৬৩৮ ফ্লাইটটি ২৬জন যাত্রী নিয়ে দোহা থেকে ঢাকায় আসে। যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের এয়ারবাসটি জরুরি অবতরণ করে। তবে কোনো ধরণের সমস্যা হয়নি।