Home জাতীয় শাহীন কলেজে বিজ্ঞান জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী

শাহীন কলেজে বিজ্ঞান জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী

35
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্টে আজ (২৬.০৬.২০২২ইং) এক বিশেষ ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিজ্ঞান জাদুঘরের ফোর ডি মুভি বাস ও মিউজিয়াম বাস শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসব প্রদর্শনী বাসে রয়েছে বিজ্ঞান, প্রকৃতি, মহাকাশ, সমুদ্রতল, ডাইনোসর জগৎ সহ প্রায় ৭০ ধরণের চতুর্মাত্রিক মুভি। এছাড়া মিউজিয়াম বাসে রয়েছে বৈজ্ঞানিক সূত্র সমৃদ্ধ বিজ্ঞানের বাস্তব জ্ঞান সম্বলিত বহু শিক্ষণীয় মডেল। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, গত ৬ মাসে বিজ্ঞান জাদুঘর কর্তৃক দেশজুড়ে ৫৯০ টি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে শুধু জাদুঘরের গণ্ডীতে সীমিত না রেখে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিয়ে জাতিকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এসব আয়োজন নিয়মিত অনুষ্ঠিত হলে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ মূল্যবোধের অবক্ষয় থেকে রক্ষা পাবে”।

image_pdfimage_print