Home ক্যাম্পাস খবর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে সচিব হিসেবে যোগ দিলেন ড.খ.ম. কবিরুল...

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে সচিব হিসেবে যোগ দিলেন ড.খ.ম. কবিরুল ইসলাম

25
0
SHARE

আজ ৮ ডিসেম্বর, রবিবার, ড.খ.ম. কবিরুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং খুলনা বিভাগীয় সমিতির যুগ্ম মহাসচিব লায়ন আতারুজ্জামান এমজেএফ।
সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সোহেল আল বেরুনী এবং আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। তারা ড.খ.ম. কবিরুল ইসলামের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভবিষ্যৎ উন্নয়নের প্রতি গভীর আশাবাদ প্রকাশ করেন।
 
উল্লেখ্য, তার এ দায়িত্ব গ্রহণ শিক্ষা মন্ত্রণালয়ের অগ্রযাত্রায় নতুন দিক উন্মোচনের সম্ভাবনা জাগিয়েছে। সাক্ষাতকালে শিক্ষা খাতের নানান গুরুত্বপূর্ণ দিক নিয়ে মতবিনিময় হয়, যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

image_pdfimage_print