
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :
রহিমা ওয়াদুদ একজন মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষিকা। তার মেয়েই আজ দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী। তিনি হচ্ছেন ডা. দীপু মনি।
স্বাধীনতার ৪৭ বছর পর দেশবাসী একজন নারীকে শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছেন। সেই সাথে বাংলাদেশের ইতিহাসে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। ডা. দীপু মনি নবম জাতীয় সংসদে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এখন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলের অন্যতম মুখপাত্র হিসেবে সারাদেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন। তরুণ প্রজন্মের কাছে প্রিয় নেত্রী হতে পেরেছেন।
ডা. দীপু মনি নির্বাচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। উন্নয়নের চিত্র ফুটিয়ে তুলেছেন ভিডিও বার্তায়। তরুণরা সে বিষয়টি গুরুত্বের সাথে সাদরে গ্রহণ করেছে। প্রচারণার মাধ্যমে তার ১০ বছর ক্ষমতায় থাকার সময়কার উন্নয়নগুলোকে বেশ গুরুত্বের সাথে তুলে ধরতে পেরেছেন।
তিনি সবারই ‘আপা’ হিসেবে পরিচিত। ‘দীপু আপা’ নামেই সমধিক পরিচিত তিনি। তাই তো একাদশ সংসদ নির্বাচনে সাধারণ মানুষের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে নিজের ভোট দিয়েছেন। ডা. দীপু মনি তৃতীয়বারের মতো চাঁদপুর-৩ আসনের এমপি নির্বাচিত হয়েছেন।