Home খেলাধূলা শিরোপা জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি গুজরাট-রাজস্থান

শিরোপা জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি গুজরাট-রাজস্থান

38
0
SHARE

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এবারের নবাগত দল গুজরাট টাইটান্স ও ২০০৮ সালের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস।

গুজরাটের শক্তি ডেভিড মিলারের হিংস্র ব্যাটিং, ম্যাথু ওয়েডের আগ্রাসন, শুভমান গিলের শান্ত মেজাজ এবং ঋদ্ধিমান সাহার ভয়-ডরহীন ব্যাটিং। এছাড়া শুরু ও শেষে পাওয়া প্লে ও ডেথ ওভারে দারুণ বোলিং তাদের এগিয়ে রাখছে। রাজস্থান এই দুটি চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে ব্যাটিং পরিকল্পনা করে সেটাই দেখার বিষয়।

অন্যদিকে রবিবারের ফাইনালে রাজস্থান নামছে প্রয়াত স্পিন লিজেন্ড শেন ওয়ার্নে অনুপ্রাণিত হয়ে। ১৪ বছর আগে ওয়ার্নের নেতৃত্বে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। স্পিন কিংবদন্তির মৃত্যুর কয়েক সপ্তাহ পর তারা উঠেছে ফাইনালে।

বি.পরিক্রমা/বোরহান

image_pdfimage_print