Home আন্তর্জাতিক শীঘ্রই আসছি’ লিখে বাংলায় পোস্টার প্রকাশ আইএস’র

শীঘ্রই আসছি’ লিখে বাংলায় পোস্টার প্রকাশ আইএস’র

35
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আইএস’র টার্গেট কি এবার পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ? তেমনই একটি আশঙ্কা দানা বাঁধছে এবার। কেন এমন আশঙ্কা? বৃহস্পতিবার আইএস মদতপুষ্ট একটি টেলিগ্রাম চ্যনেলে আইএস’র একটি পোস্টার প্রকাশ করা হয়েছে বাংলায়।

সেখানে লেখা ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ’। ওই পোস্টারের সঙ্গে একটি লোগো দেওয়া হয়েছে। এটি মারসালাত নামে আইএস’র শাখা সংগঠনের। খবর দ্যা ওয়ার্ল্ড নিউজ’র।

গত ‘ইস্টার সানডে’ রবিবার শ্রীলঙ্কায় ধারাবহিক বিস্ফোরণ ঘটিয়েছে আইএস মদতপুষ্ট জঙ্গিরা। ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। ফলে এরকম একটি পোস্টারকে গুরুত্ব দিয়েই দেখছেন গোয়েন্দারা।

image_pdfimage_print