Home ব্রেকিং শীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার: আকাশ কুমার ভৌমিক

শীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার: আকাশ কুমার ভৌমিক

29
0
SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে সব সময় তৃণমূল মানুষের পাশে আছি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এছাড়া ডিএসসিসির ৫৯নং ওয়ার্ড প্রায় ৬ হাজার ৩ শত কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সঙ্গে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত হয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র তাপস।

উল্লেখ করে তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে লক্ষ্য দিয়েছেন, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা সবসময় তৃণমূলের মানুষের পাশে আছি। শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণই তার প্রমাণ।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের ধন্যবাদ জানিয়ে তাপস আরও বলেন, আপনাদের নিরলস পরিশ্রমের ফলেই মশা নিয়ন্ত্রণ থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট সংস্কার, সামাজিক অনুষ্ঠানকেন্দ্র নির্মাণ-সকল বিষয়ে জনগণের পাশে থেকে জনগণের জন্য যে নিরলস পরিশ্রম করছেন- তা সত্যিকার অর্থেই খুবই প্রশংসনীয়।

৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহম্মেদ মন্নাফি ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. আজহার,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ,সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূইয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকে মানুষ শীতে কষ্ট পাচ্ছে। দুঃখ দুর্দশার মধ্যে আছে। এই দুর্দশা লাঘবের জন্য প্রতিবারের মতো এবারও আকাশ কুমার ভৌমিকের অবস্থান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

এসময় ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের কম্বল পেয়ে অনেকে আনন্দিত আবেগাপ্লুত হয়ে পড়েন। সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।

আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সিটির ৫৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ থানা, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

এ সময় আরো উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি নাসিম মিয়া, মহানগর আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান তারা, সোহাগ শাহরিয়ার, জিহাদ হোসেন সহ উপস্থিত ছিলেন ৫৮,৫৯,৬০,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিদা আক্তার,সাখাওয়াত হোসেন শাকিল পাটোয়ারী প্রমুখ ।

image_pdfimage_print