
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে মঙ্গলবার ১৮ অক্টোবর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর ও বিএনসিসির সব রেজিমেন্ট কর্তৃক ‘শেখ রাসেল দিবস ২০২২’ পালন করা হয়।
ওই দিবসে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, এনডিসি, পিএসসি যথাযথ মর্যাদায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় রমনা রেজিমেন্ট ও সদর দপ্তরের সব কর্মকর্তা, অসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং সেনা, নৌ ও বিমান উইংয়ের ১৫ জন ক্যাডেট উপস্থিত ছিলেন। অধিদপ্তরের মহাপরিচালক, বিএনসিসিও/পিইও এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর ৩৫ জন ক্যাডেট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন। উক্ত দিবস উপলক্ষে বিএনসিসি সদর দপ্তরের দ্বিতীয় তলায় ক্যাডেট হলরুমে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আইএসপিআর।