Home জাতীয় শেখ হাসিনাকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনাকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

36
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ড. আবিয়ী আহমেদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় ইথিওপিয় প্রধানমন্ত্রী বলেন, ‘ইথিওপিয়ার সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

এ সময় দায়িত্ব পালনে শেখ হাসিনার সাফল্য কামনা করে আবিয়া আহমেদ।

এছাড়া বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক আগামী দিনে আরো গভীর হবে বলে আশা প্রকাশ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী।

image_pdfimage_print