Home ব্রেকিং ‘শেখ হাসিনার দক্ষ হাতে সরকার পরিচালনা হচ্ছে বলেই দেশে এতো উন্নয়ন’

‘শেখ হাসিনার দক্ষ হাতে সরকার পরিচালনা হচ্ছে বলেই দেশে এতো উন্নয়ন’

98
0
SHARE

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, বর্তমান সরকার জনবান্ধন সরকার। সরকার সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় সবসময় গুরুত্ব দিয়ে থাকে। সেই লক্ষ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঢেউটিন  নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দ গুলো আজকে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার দক্ষ হাতে সরকার পরিচালনা করেন বলেই আজকে দেশে এতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মান সামগ্রী ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের এই উন্নয়নে একটি পক্ষ দিশেহারা হয়ে অযৌক্তিক আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিতে চায়। তারা জানেন, তারা জনগণের রায়ে আর ক্ষমতায় আসতে পারবেনা। তাই তারা ষড়যন্ত্রের মাধ্যমে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায়। আওয়ামী লীগের সাথে জনগণের সমর্থন আছে ইনশাআল্লাহ তারা কিছু করতে পারবেনা। আপনারা সবাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করুন, তাহলে সকলে সুখি সমৃদ্ধ দেশ পাবো।

মতলব দক্ষিন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইসএম কবির হোসেন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিম আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা ডা : মহিবুল্যাহ সৌরভ ও ওসি তদন্ত সালেহ আহমেদ প্রমুখ।

image_pdfimage_print