Home ব্রেকিং শেরপুরে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ : লম্পট গ্রেফতার

শেরপুরে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ : লম্পট গ্রেফতার

40
0
SHARE

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মো. শিবলু আকন্দ নামে বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর চরপাড়া গ্রামের মো. সারোয়ার উদ্দিন আকন্দের ছেলে।

বৃহস্পতিবার (০৩জানুয়ারি) সকালে পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলাম তার বাড়িতে মুদি দোকান খুলে ব্যবসা করেন। গত ০১জানুয়ারি দোকানি রফিকুল ইসলাম তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এদিকে ওইরাত অনুমান ১২টার দিকে লম্পট শিবলু সিগারেট কেনার কথা বলে দোকানে গিয়ে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে দোকানি রফিকুল ইসলামের স্ত্রী দরজা খোলার পর লম্পট শিবলু তাকে নানা কায়দায় অত্যক্ত করতে থাকে। এমনকি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লম্পট শিবলু আকন্দ পালিয়ে যায় বলে তারা জানান। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, দোকানের কাস্টমার সেজে শিবলু আকন্দ দরজা খুলতে বলে। এরপর সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। একইসঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা আজ শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সম্পন্ন হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

image_pdfimage_print