Home খেলাধূলা শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়

শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়

29
0
SHARE

পাকিস্তান-ভারত ম্যাচ মানেই নাটকীয়তা, সেই নাটকীয়তার চরম পর্বই মঞ্চায়িত হলো আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। বাবর আজম বোলিংয়ে ডেকে নিলেন স্পিনার নওয়াজকে৷ প্রথম বলেই হার্দিককে ক্যাচ আউট করে বিদায় করেন নওয়াজ। ৩৭ বলে ৪০ রানের দারুণ ইনিংস খেলে বাবরের হাতে ক্যাচ দিয়ে আউট হন হার্দিক। এর আগে কোহলির সঙ্গে গড়েন ১১৩ রানের অনবদ্য জুটি। এরপর ক্রিজে আসা দীনেশ কার্তিক সিঙ্গেল নিয়ে কোহলিকে স্ট্রাইক দেন। তৃতীয় বলে আসে ২ রান। চতুর্থ বলে ডিপ মিড-উইকেট দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে বসেন কোহলি। সঙ্গে উপহার হিসেবে পান নো বল। এরপর ওয়াইড ও বাই মিলিয়ে আসে আরও ৪ রান। শেষ ২ বলে ২ রানের সহজ লক্ষ্য পার হতে গিয়েও পঞ্চম বলে রান আউট হয়ে ফেরেন কার্তিক। কিন্তু ওয়াইড দিয়ে চাপটা ভারতের ওপর থেকে সরিয়ে নেন বোলার নিজেই। শেষ বলে যখন ঠিক ১ রানের প্রয়োজন, তখনই অশ্বিন মিডঅফের ওপর দিয়ে বল উড়িয়ে ভারতকে এনে দিলেন ৪ উইকেটের অবিস্মরণীয় জয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি হাসে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টুয়েলভের টানটান উত্তেজনাকর ম্যাচে আজ ক্রিকেট গ্রাউন্ডে ৪ উইকেটে জয় পেয়েছে ভারত।

এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ভারত শুরুর নিয়ন্ত্রণ নিতে পেরেছিল। পাওয়ার প্লের মাঝে তুলে নিতে পারে দুই ভয়ঙ্কর ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট। দ্বিতীয় ওভারের প্রথম বলে আরশদ্বীপ সিংয়ের ফুলার লেংথের বলে এলবিডাব্লিউ পাকিস্তান অধিনায়ক (০)। চতুর্থ ওভারে তারই শর্টার লেংথের বলে তালুবন্দি হন রিজওয়ান (৪)। দুই নির্ভরযোগ্য ব্যাটারের বিদায়ে যারা মনে করেছিলেন লড়াই হয়তো এখানেই শেষ। তাদের জন্য ভিন্ন বার্তা বয়ে আনেন শান মাসুদ ও ইফতিখার আহমেদ। দুজনের ৭৬ রানের জুটি চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দিয়েছে শেষ পর্যন্ত।

image_pdfimage_print