
আজ রবিবার বনানী কবরস্থানে বাবা ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরের পাশে সমাহিত করা হলো সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে। দেশ ও দলের গুনি এবং বর্ষীয়ান এই রাজনীতিবিদকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসায় বিদায় জানায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
আজ সকাল ১১টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি জানায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ। এসময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যকে বিদায় জানানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।
তিনি বলেন, ‘নাসিম ভাইকে আজীবন বিপদে আপদে নেত্রীর পাশে দেখেছি। আমাকে সবসময় নিজের ভাইয়ের মতোই স্নেহ করতেন। তার মতো গুনি রাজনীতিবিদকে হারানোটা আমাদের দেশের এবং দলের অনেক বড় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তিকামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’