Home রাজনীতি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে: নিখিল

সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে: নিখিল

37
0
SHARE

সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মানবিক যুব সমাজ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: মাইনুল হোসেন খান নিখিল।

শুক্রবার (৬ নভেম্বর) ‘১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস এবং ১১ নভেম্বর সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’ সফল করার লক্ষ্যে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো: মাইনুল হোসেন খান নিখিল।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মুহাম্মদ মাকসুদুর রহহমান, প্রচার সম্পাদক এরমান হক বাবু, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামানসহ মহানগর দক্ষিণের অন্তর্গত সকল থানা-ওয়ার্ড শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

নিখিল বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নেতৃত্বে সন্ত্রাস-চাঁদাবাজ-মাদকমুক্ত-দুর্নীতিমুক্ত মানবিক যুব সমাজ গড়বো বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই হোক আমাদের দেশ গড়ার অঙ্গীকার।

image_pdfimage_print