
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : সন্ধ্যায় বিপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।
রোজকার ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে। আপনার আকর্ষণ নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলাতেই বেশি। কোথায় কি খেলা আছে সেই খোঁজাখুঁজি থেকে আপনার বিশ্রাম এবার। দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
যদি টিভিতে অন্য কিছু নাও দেখেন, তাও খেলা দেখা আর মিস হবে না। বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।
এক নজরে দেখে নিন আজকের খেলা কোন কোন স্যাটেলাইট চ্যানেলে দেখাবে।
ক্রিকেট
বিপিএল ফাইনাল
ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ানস
সরাসরি, সন্ধ্যা ৭টা, মাছরাঙা ও গাজী টিভি।
নিউজিল্যান্ড-ভারত
দ্বিতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা, স্টার স্পোর্টস ওয়ান।
বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ
ব্রিসবেন হিট-মেলবোর্ন স্টারস
সরাসরি, বিকেল ৩টা ৪০ মিনিট, সনি সিক্স।
ফুটবল
ইতারিয়ান সিরি’আ লিগ
শিয়েভো-রোমা
সরাসরি, রাত দেড়টা, সনি টেন টু।
জার্মান বুন্দেসলিগা
মেইঞ্জ-লেভারকুজেন
সরাসরি, রাত দেড়টা, স্টার স্পোর্টস সিলেক্ট টু।