
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
এক শোক বার্তায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাবু ভাই ছিলেন অত্যন্ত মেধাবী! তরুণ নেতা। এ মৃত্যু অবিশ্বাস্য হলেও মেনে নিতে হচ্ছে। তার এ অকাল মৃত্যুতে শুধু জাতীয়তাবাদী রাজনৈতিক পরিবারেই নয়, তরুণ রাজনীতি বিশাল এক অপূরণীয় ক্ষতির শিকার হলো।
যা কোনভাবেই পূরণ হবার নয় উল্লেখ করে ইশরাক হোসেন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) ফজরের নামাজের আগে ভোর ৪ টায় এভারকেয়ার (আগের অ্যাপোলো হাসপাতালে) হাসপাতালে ৪৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু।