Home ক্যাম্পাস খবর সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক...

সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি*

9
0
SHARE

 

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১.৮ কেজি ওজনের ১৫টি স্বর্ণের বারসহ মোঃ সোহেল উদ্দিন নামের একজনকে আটক করেছে বিজিবি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
গতকাল রাতে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ০১ জন আসামীসহ ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার আটক করে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গতকাল (০৯ মার্চ ২০২৫) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হকের দিকনির্দেশনায় অধীনস্থ ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নাঃ সুবেঃ এম এম কামরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
আনুমানিক সন্ধ্যা ০৭০০টায় সাতক্ষীরা শহরের দিক হতে ইজিবাইক যোগে সীমান্তের দিকে গমনকালে বর্ণিত স্থানে ইজিবাইক থামিয়ে মোঃ সোহেল উদ্দিন (৫৫) নামের একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে বিজিবি টহলদল। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও ইজিবাইকে তল্লাশি চালিয়ে ইজিবাইকের সামনের স্টিয়ারিংয়ের নিচের অংশে ফিটিং করা এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য-২,৩৫,৩৫,২০০/- (দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত) টাকা। এসময় ইজিবাইকটিও জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের মোঃ হামেজ উদ্দিনের ছেলে। শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ তাকে থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

image_pdfimage_print