Home জাতীয় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে বেনাপোলের মেধাবী শিক্ষার্থী দিবা

সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে বেনাপোলের মেধাবী শিক্ষার্থী দিবা

32
0
SHARE

মোঃ আওয়াল হোসেনঃ যশোর জেলার বেনাপোল পৌরসভাধীন ৫নং দিঘীরপাড় ওয়ার্ডে অবস্থিত “বেনাপোল সানরাইজ পাবলিক স্কুল” এর ৩য় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ফাইজা আহম্মেদ দিবা(০৮) “ডিসেম্বর ২০২২” ইং সনে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট এসোসিয়েশন,যশোর পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। ফাইজা আহম্মেদ দিবা’র পিতার নাম মোঃ ফারুক আহম্মেদ। তিনি একজন সিএন্ডএফ ব্যবসায়ী এবং সাংবাদিক। দিবা’র মাতা’র নাম শিউলি আহম্মেদ(গৃহীনি)। তাদের দুই মেয়ে সন্তানের মধ্যে দিবা ছোট। সে বড় হয়ে একজন ডিগ্রীধারী চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।

সানরাইজ স্কুল সূত্রে জানা গেছে,বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট এসোসিয়েশন,যশোর কর্তৃক নির্ধারিত বৃত্তি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাধারণ গ্রেডে বৃত্তি পায়। ১৫ ডিসেম্বর/২০২২(বাংলা ও ইংরাজী) এবং ১৭ ডিসেম্বর/২০২২(গণিত,প্রাথমিক বিজ্ঞাণ,বাংলাদেশ ও বিশ্ব পরিচয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রের স্থান নির্ধারণ ছিল-“বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়”।

কৃতিত্বের সাথে তৃতীয় শ্রেণীতে বৃত্তি পাওয়ায় দিবা’র পিতা-মাতা স্কুল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকল শুভাকাঙ্খীদের প্রতি দিবা’র জন্য দোয়া কামনা করেছেন। এক সাক্ষাৎকারে তার পিতা ফারুক আহম্মেদ এবং মাতা শিউলি আহম্মেদ বলেন,ছেলে-মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে,সন্তানদের দিকে কড়া নজরে না রেখে,সন্তানের ইচ্ছা অনুযায়ী পড়াশোনার প্রতি মনোনিবেশ করানোই পিতা-মাতার সুযোগ প্রদান করা উচিৎ।

এদিকে,সানরাইজ পাবলিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক এনামুল ইসলাম বলেন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাইজা আহম্মেদ দিবা সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় তার সাফল্যে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা এবং স্কুল কমিটি’র নেতৃবৃন্দ নিজেদেরকে গর্বিত মনে করেন এবং দিবা’র কাঙ্খিত ফলাফলের জন্য দিবাকে এবং দিবা’র পিতা-মাতাকে অভিনন্দন জানিয়েছেন।

শার্শা উপজেলা প্রতিনিধি

image_pdfimage_print