
চাঁদপুর আলোকিত মানুষ মানবতাদরদী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শিক্ষানুরাগী, সমাজসেবক, সাবেক সহ-সম্পাদক= বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ,সাবেক সহ-সভাপতি= জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ,আমনিুল ইসলাম আজ ৪০ তম জন্মবার্ষিকী।
আমিনুল ইসলামের (আমিন) জন্মঃ ১লা মার্চ১৯৮১, মোহনপুর,উপজেলা-মতলব উত্তর চাঁদপুর জেলায় জন্ম গ্রহণ করেন। তার পিতাঃ মনির হোসেন (মৃত), মাতা সাজেদা বেগম(মৃত),আমিনুল ইসলাম (আমিন) বি.কম. সম্মান( অনার্স) এম.কম. এমবিএ করেন তিনি সকলের দোয়া এবং সহযোগীতা কামনা করেছেন।