
শামসুজ্জামান ডলার :
মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।২৯ জানুয়ারি মঙ্গল বার দুপুরে অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কো- অপ্ট সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি কামরুজ্জামান ইয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাজহারুল ইসলাম মিজান।বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা রিপোটার্স ইউনিটির প্রতিষ্টাতা সভাপতি কামরুজ্জামান হারুন, অভিভাবক সদস্য মুক্তার হোসেন, মালেকুজ্জামান, মোতালেব হোসেন জুয়েল, ডিএম আবদুল লতিফ, আবদুল জলিল মাষ্টার।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সগীর আহমদ ও ফারুক আহমদ বাদলের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সরকার আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কামাল আহমদ, সিনিয়র শিক্ষক বাবু হারাধন চন্দ্র, মনির হোসেন, নুর হোসেন, বায়েজিদ, সেলিনা পারভীন। ষাটনল ইউনিয়ন ছাত্রলীগের নেতা মাজহারুল হক, মাজহারুল ইসলাম হিমেল প্রমুখ।