
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : অবশেষে ভারতের জি টিভির অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পা ২০১৮ আসরের বিজয় মুকুট পরলেন শোয়ের সবচাইতে কনিষ্ঠ সদস্য ইশিতা বিশ্বকর্মা।
প্রথম রানার আপ হয়েছেন তন্ময় এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সনু। প্রতিযোগিতায় সাহিল সোলাঙ্কি, তন্ময় চতুর্বেদী, ঐশ্বরিয়া পণ্ডিত, সনু গিল ও আসলাম আবুল মজিদকে হারিয়ে এ মুকুট জয় করেছেন ১৬ বছরের ইশিতা।
পুরস্কার হিসেবে ট্রফির সঙ্গে ভারতীয় মুদ্রায় ৫ লাখ টাকা ও একটি নতুন গাড়ি পেয়েছেন ইশিতা।
শো এর শুরু থেকেই বিচারকসহ শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন ইশিতা। ইশিতার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বলি বাদশাহ শাহরুখ খানও। ইশিতার কণ্ঠে ‘রাবনে বানা দি জোড়ি’ গানটি শুনে মুগ্ধ হয়ে ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছিলেন শাহরুখ খান। ইশিতার গানে মুগ্ধ হয়েছিলেন বলিউডে নবাগতা সারা আলি খান ও তার মা অমৃতা সিং।
সা রে গা মা পা ২০১৮ আসরে ইশিতার মাও অংশ নিয়েছিলেন । কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি তিনি। তবে মেয়ের এই সাফল্যে মায়ের সেই দুঃখ যে একেবারেই হারিয়ে গেছে তা নিশ্চিত।