Home ক্যাম্পাস খবর সিভাসু’তে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন

সিভাসু’তে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন

47
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন পালন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কতৃর্পক্ষ। কেক কেটে ও গাছের চারা লাগিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন একুশে পদকপ্রাপ্ত সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি প্রগতিশীল শিক্ষক ফোরাম ও কর্মকর্তা সমিতির পক্ষ থেকেও কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদ্যাপন করা হয়।

image_pdfimage_print