
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূ-কম্পন রিখটার স্কেলে ২ দশমিক ৫ মাত্রা ছিল। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের উত্তরে ভারতের অভ্যন্তরে, যা শুধু সিলেট অঞ্চলে অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, দেশের ১০টি স্টেশনের মধ্যে শুধু সিলেটের স্টেশনেই ভূমিকম্প হওয়ার বিষয়টি দেখাচ্ছে। স্টেশন গুলোর মধ্যে শুধু সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্য কোথাও ভূমিকম্পের তথ্য পাওয়া যায়নি।