Home ব্রেকিং সিলেটে মেয়র আরিফের উচ্ছেদ অভিযান

সিলেটে মেয়র আরিফের উচ্ছেদ অভিযান

35
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে অভিযান চালিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার বেলা দেড়টা থেকে প্রায় এক ঘন্টা এই অভিযান চলে।

অভিযানকালে লালবাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদ করা হয়। এছাড়া সড়কের মধ্যে বসানো অবৈধ সাইনবোর্ডও অপসারণ করে সিসিকের কর্মীরা।

এ সময় মেয়র আরিফ বলেন, মানুষের ভোগান্তি সৃষ্টি করে কেউ ব্যবসা করতে পারবেন না। সবাইকে নিয়ম মেনে চলতে হবে। নগরবাসীর স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানকালে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print