Home জাতীয় সুবীর নন্দীর সিঙ্গাপুর যাত্রা বাতিল, ফের সিএমএইচে

সুবীর নন্দীর সিঙ্গাপুর যাত্রা বাতিল, ফের সিএমএইচে

36
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে। সব প্রস্তুতি নিয়ে রাত ১১টায় রাজধানীর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে শিল্পীকে নিয়ে উড়ালও দিয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্স।কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে সিঙ্গাপুরে নেওয়া যায়নি একুশে পদকজয়ী এই সঙ্গীতশিল্পীকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনিই পরিবারের পক্ষ থেকে সুবীর নন্দীর চিকিৎসার সমন্বয় করছেন।

ড. সামন্ত লাল সেন বলেন, সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি রাত ৮টার দিকে বাংলাদেশে এসে পৌঁছে। ১০ টার মধ্যেই সুবীর নন্দীকে সিএমএইচ থেকে বিমানবন্দরে নেওয়া হয়। সেসময় সুবীর নন্দীর সঙ্গে তার মেয়েও ছিলেন।

দশটার মধ্যে সবাই বিমান উপস্থিত হলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর জানানো হয়, এয়ার অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে।

তিনি আরও বলেন, আমরা এয়ার অ্যাম্বুলেন্সটিতে উঠেও গিয়েছিলাম। কিন্তু তার পরেই আমাদেরকে বিমানটিতে ত্রুটির কথা জানানো হলো। এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটির কথা এই প্রথম শুনলাম। কপাল মন্দ হলে যা হয়।

ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

ড. সামন্ত লাল সেন বলেন, মঙ্গলবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়ার কথাও জানানো হয়েছে আমাদের।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুবীর নন্দীর শারীরিক অবস্থার কথা অবহিত করেন ডাক্তার সামন্ত লাল সেন । এসময় সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নির্দেশেই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সুবীর নন্দীকে। সরকারই চিকিৎসার সব খরচ বহন করবে।

পরে ওই হাসপাতালের সাথে যোগাযোগ করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়। সুবীর নন্দীর সঙ্গে যাচ্ছেন তার মেয়ে ফাল্গুনি নন্দী। বাবা সুবীর নন্দীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন সুবীর নন্দী। সেসময় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএএইচ) ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে পুনরায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। ৩-৪ মিনিটের চেষ্টার পরে হৃদযন্ত্র সচল হলে নন্দিত এই সংগীত শিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর থেকে সুবীর নন্দী সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সুবীর নন্দী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চার বার। বাচসাস পুরস্কারও পেয়েছেন চার বার। গানে অবদান রাখায় এ বছর তাকে ভূষিত করা হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় সুবীর নন্দীর জন্ম ১৯৫৩ সালের ১৯ নভেম্বর। বাবা চাকরি করতেন চা বাগানে। ছোটবেলা কেটেছে সেখানেই। ছোটবেলাতেই মা পুতুল রানীর কাছে গানে হাতেখড়ি। পরে শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ বাবর আলী খানের কাছে। দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছেন সুবীর নন্দী।

image_pdfimage_print