
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতির গতানুগতিক ধারার বাইরে গিয়ে রাজনীতিকে এক উচ্চ মাত্রার নিয়ে যাওয়া, নির্লিপ্ত মানবতার এক জলন্ত উদাহরণ, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মুজিব বাহিনীর যুদ্ধা, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সফল মন্ত্রী জনাব, সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে মুজিবসেনা ঐক্যলীগ গভীর ভাবে শোকাহত । আমারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক সুসজ্জিত সংগঠন, মুজিবসেনা ঐক্যলীগ হারিয়েছি এক অকৃত্রিম বন্ধু । এই ক্ষতি জাতীয় রাজনীতিতে অপুরনীয় । আমারা তার আত্মার শান্তি ও জান্নাত কামনা করি ।