Home ব্রেকিং সোনারগাঁয়ে সনমান্দিতে রাস্তা উদ্বোধন করলেন আলহাজ্ব আবুল হাসেম রতন।

সোনারগাঁয়ে সনমান্দিতে রাস্তা উদ্বোধন করলেন আলহাজ্ব আবুল হাসেম রতন।

37
0
SHARE

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের খন্দকার দরিকান্দি হইতে খৈতারগাঁও বড় ব্রিজ পর্যন্ত মাটির রাস্তার মেরামত কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ১১টায় সনমান্দী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য সানোয়ারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের কার্যনির্বাহী সদস্য ও স্বর্ণা ইলেকট্রনিক এর ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আলহাজ্ব আবুল হাসেম রতন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে প্রাথমিক ভাবে ২লক্ষ টাকা ব্যয়ে ১টি রাস্তা মেরামত নির্মাণ কাজ শুরু হয়েছে। এই রাস্তার মাধ্যেমে হরিহরদী ব্রীজ ও আশাপাশের বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াত করতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন,
০২ ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম, সুমন, জাহাঙ্গীর হোসেন, মাহমুদুল হাসান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এসময়ে আলহাজ্ব আবুল হাসেম রতন এর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও মাননীয় সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি কে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

image_pdfimage_print