Home বিনোদন সোনার দেশে ডাকাত পড়েছে

সোনার দেশে ডাকাত পড়েছে

42
0
SHARE

মোঃ রবিউল ইসলাম জুয়েল: এসপি জাহাঙ্গীর সরকারের নতুন গান,,, সোনার দেশে ডাকাত পড়েছে,, সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল সামাজিক টিভি তে সোনার দেশে ডাকাত পড়েছে শিরোনামে মুক্তি পেয়েছে জনপ্রিয় গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী এস এম জাহাঙ্গীর আলম সরকার এর মাদক বিরোধী জনসচেতনতা মূলক গান, গানটির মিউজিক ভিডিওতে পরিচালক জহির বাবু দেখিেয়ছেন কি ভাবে একটি সন্তান শিশুকাল থেকে বাবা- মায়ের আদর জত্নে বড় হয়, কিন্তু যৌবনে সামন্য কিছু ভুল সিদ্ধান্তে একটি সন্তান নষ্ট হয়ে যায় যার কুফল ভোগ করতে হয় পরিবার পরিজন ও জীবন সঙ্গীকে, দেখিেয়েছেন পুলিশের একটু ভালোবাসা ও সহযোগীতায় কিভাবে মাদকের কালো থাবা থেকে মুক্তি পাওয়া যায়। এ প্রসঙ্গে পুলশ সুপার জাহাঙ্গীর আলম সরকার বলেন “সঙ্গীতে রয়েছে অসীম শক্তিমত্তা। একটি গানই সামাজিক বিপ্লব ঘটাতে পারে” আশা করি এ গানের মাধ্যমে মানুষের মনের কথা বলতে পেরেছি,,,, ইতিমধ্যে তিনি অসীম সাহসিকতা,মাদক নির্মূল, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর হাত থেকে পিপিএম পদক গ্রহন করেছেন। এ গানের মিউজিক ভিডিও তে মডেল হিসাবে কাজ করেছেন মডেল অভিনেতা ইমরান ইমু ও অন্তরা। ইতিমধ্যে গানটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

 

image_pdfimage_print