Home ব্রেকিং সোনার বাংলার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে

সোনার বাংলার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে

43
0
SHARE

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাহে রমজানের এ মাসে আমাদের সবাইকে গরিব দু:খিদের পাশে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের রমজানে অসহায়দের সহযোগীতায় এগিয়ে আসতে হবে। মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে নেতাকর্মীদের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল খুলনার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি খুলনার উন্নয়নে সর্বদা সজাগ দৃষ্টি রাখছেন। তিনি প্রত্যেকটি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীদের খোজ-খবর রাখছেন। যে কোন প্রয়োজনে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে রয়েছেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব হবে দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা। আমাদের জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে
বুধবার দুপুর দুইটায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ১৬টি ওয়ার্ডের (খুলনা-২ আসন) সাংগঠনিক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে আরো বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিরর শামছুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, আজগর আলী মিন্টু, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর শেখ আনিছুর রহমান বিশ্বাস, কাউন্সিলর মো. গাউসুল আজম, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর কণিকা সাহা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামিরুল হুদা জহর, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মঈনুল ইসলাম খান নাসির, ফেরদৌস হোসেন লাবু, বাদল সরদার বাবুল, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, শেখ আব্দুল আজিজ, মুন্সি আইয়ুব আলী, চ. ম মজিবুর রহমান, মো. জাহিদুল হক, শেখ জাহিদ হোসেন, মো. নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, মো. সেলিম মুন্সি, আতাউর রহমান শিকদার রাজু, শেখ এশারুল হক, মো. আজম খান, এ্যাড. শামীম মোশাররফ, মো. সিহাব উদ্দিন, নজরুল ইসলাম তালুকদার, শেখ হাসান ইফতেখার চালু, মো ইউসুফ আলী, মো. জাকির হোসেন, মো. মোতালেব মিয়া, সরদার আবদুল হালিম, মো. রুহুল আমিন প্রমূখ নেতৃবৃন্দ।

সভায় রমজানের সিয়াম সাধনা রক্ষা করে ১৬ টি ওয়ার্ডে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার পক্ষ থেকে ইফতার মাহফিল করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। সব ধর্মের মানুষকে নিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে। সবাইকে সংযমি হয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের অংশগ্রহনের মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের সবাইকে আগামী প্রজন্মের জন্য উন্নত, সুখি-সমৃদ্ধ একটি দেশ রেখে যেতে হবে।

গতাকাল বুধবার নগরীর ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান হাফিজুর রহমান। ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হকের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগ নেতা মোড়ল আনিসুর রহমান, সরদার আলী আহমেদ, কামাল আহমেদ, শাহজাহান মাষ্টার, জাকির হোসেন, আব্বাস উদ্দিন আহমেদ, মীর সিরাজ, মেহেদী হাসান, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম লিয়াকত, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ডলার, কাজী মইনুল, ইমরান হোসেন, গোলাম রসুর, নাসির উদ্দিন, মিনা নাসির, মাসুদ রেজা, মফিজুল ইসলাম, শেখ রইস, আশুতোষ. কায়কোবাদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

image_pdfimage_print